রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে আকস্মিক এক প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। কোটি কোটি জনগণের মতো শোকে মূহ্যমান দেশের ক্রীড়াঙ্গনও। দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ব্যাডমিন্টন ফেডারেশন, কাবাডি ফেডারেশন, কারাতে ফেডারেশন ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সব সদস্য এবং বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’
পৃথক এক শোক বার্তায় শোক প্রকাশ করেছে বিসিবি। সেখানে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে তারা। বিসিবি বলেছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এ হৃদয়বিদারক ঘটনায় আক্রান্ত সবার জন্য দোয়া রইল।’ এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ক্রীড়াবিদরা শোক প্রকাশ করেছেন। সাবেক তারকা স্প্রিন্টার নাজমুন নাহার বিউটি লিখেন, ‘মহান আল্লাহ পাক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সব সদস্যদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন। আমিন।’