ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

৪৯তম বিসিএসে নিয়োগ পাবেন ৬৮৩ শিক্ষক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০১:৪৬ এএম

এবার শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএস আয়োজন করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ লক্ষ্যে গতকাল সোমবার ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস থেকে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আজ মঙ্গলবার থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

সরকারি কলেজে শিক্ষক সংকট দূর করতে শিক্ষা ক্যাডারের বিশেষ বিসিএস নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে। বিভিন্ন সরকারি কলেজে ৩ হাজার ৫৮৫টি পদ শূন্য রয়েছে। দ্রুত এসব পদ পূরণে বিশেষ বিসিএস নেওয়ার প্রস্তাব দেয় শিক্ষা মন্ত্রণালয়।

পিএসসির গতকালের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ শিক্ষা ক্যাডার পদে ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

২০২১ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব)-এর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের শূন্যপদ পূরণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন দপ্তরের শূন্যপদের তালিকা ও নিয়োগের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সরকারি কলেজে ৩ হাজার ৫৮৫টি প্রভাষক (শিক্ষা ক্যাডার) পদে শিক্ষক নেই। এসব শূন্যপদ পূরণে বিশেষ বিসিএস নেওয়া যায় কিনা তা যাচাই-বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে একটি প্রস্তাব তৈরির নির্দেশ দেয়।

এর আগে সরকারি কলেজগুলোর শূন্যপদ পূরণে ১৪, ১৬ এবং ২৬তম এ তিনটি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সেসব বিসিএসে প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।