দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস-পরীক্ষা শুর”র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে কুয়েট গার্ডিয়ান ফোরামের উদ্যোগে প্রশাসনিক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অভিভাবকেরা বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীরা আবার ক্লাসে আসুক এটা সবার চাওয়া। শিক্ষকদের আমরা অনুরোধ করব, আপনারা আপনাদের পক্ষ থেকে উদ্যোগ নিন। যেসব সংস্থা এটার সঙ্গে যুক্ত আছে, খুব জর”রি ভিত্তিতে তাদের সঙ্গে যোগাযোগ কর”ন, কী করলে দ্র”ত সময়ের মধ্যে ক্লাস শুর” হবে। আমরা অভিভাবকেরা আপনাদের কাছে সেই অনুরোধ জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য দেনÑ মো. ফরর”খ আহমদ, আব্দুল জলিল, মোহাম্মদ এনায়েত করিম, মকবুল হোসেন, মোহাম্মদ নায়েব আলী, সুশান্ত কুমার পাল, র”বাইয়া হিজাযী, আয়েশা আক্তার প্রমুখ।
আপনার মতামত লিখুন :