ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

গাঁজাসহ আটক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৩:৪৪ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে মনিরুজ্জামান ওরফে জুয়েল ম-ল নামে এক ছাত্রদল নেতার বাবা সায়েব ম-লকে (৬৫) গাঁজাসহ আটক করা হয়েছে। জুয়েল উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। সোমবার দুপরে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত রোববার রাতে উপজেলার একই ইউনিয়নের খানুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জুয়েলের বাবা সায়েব ম-লকে গাঁজাসহ আটক করে যৌথবাহিনী। এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ছাত্রদলে কোনো মাদক কারবারিদের স্থান নেই। জুয়েলের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে সেটি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।