ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ৪ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের স্বজনেরা।
গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা। এর আগে গত ১৯ জুলাই রাতে সাভারের বিরুলিয়ার ইউনিয়নের খাগান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজগরা এলাকার মো. ফজল আলী শেখের ছেলে মো. শরীফুল ইসলাম (২৪) ও তার বন্ধু মো. রবিউল ইসলাম রবিন (২৫)।
অভিযুক্তরা হলেন, সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে সুজন সিকদার (৩২), বিরুলিয়ার সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ওরফে ফটিকসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন।
আপনার মতামত লিখুন :