রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গত রোববার রাত ১২টার দিকে উপজেলার কলাহাটি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলো- উপজেলার বানেশ্বর খুটিপাড়া এলাকার মো. মোরশেদ আলীর ছেলে মো. নয়ন আলী (২১) ও একই এলাকার মো. মোস্তফা কামালের ছেলে মো. সুজন ইসলাম (২২)। র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত রোববার রাত ১২টার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসির একটি দল পুঠিয়ার কলাহাটি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।