ভেজাল ও প্রতারণামূলক বীজ বিক্রির অভিযোগে টাঙ্গাইলের মধুপুরে আয়েশা সিড কোম্পানির মালিক রমজান আলীকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে মধুপুর পৌর শহরের সাথী সিনেমা হল মোড়ের আয়েশা সিড কোম্পানিতে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। কৃষকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নন-ব্র্যান্ডেড পেঁপে, ধান বীজসহ বিভিন্ন নিম্নমানের বীজ বিক্রি করে প্রতারণা করে আসছিল। এসব অভিযোগ পাওয়ার পর ইউএনও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে কোম্পানির মালিক রমজান আলীকে বীজ আইনে দোষী সাব্যস্ত করে ২ লাখ টাকা অর্থদ- দেওয়া হয়। অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আরিফুর রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।