লহ্মীপুরের রামগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে অভিযুক্ত মনু মিয়াকে (৪৫) দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলকাবাসী। গতকাল সোমবার দুপুরে রামগঞ্জ পৌরসভা ভবন চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অভিযুক্ত মনু মিয়া উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও পাঠান বাড়ির মৃত আব্দুস সাত্তারের ছোট ছেলে। এলাকাবাসী জানান, গত শুক্রবার বিকেলে স্থানীয় এক কন্যা শিশুকে ধর্ষণ করে ছোট মনু মিয়া। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়ে। ঘটনাকে কেন্দ্র করে জামায়াত, বিএনপি, এনসিপিসহ এলাকাবাসী রোববার ও সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছে।