পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম, এসইডেপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওয়তায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় ভালো ফলাফল করায় উচ্চশিক্ষার জন্য ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৩৫ জন ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। গতকাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দুপুর ১২টায় উপজেলা পরিষদের হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এসইডিপির সহকারী পরিচালক সাদেক আহম্মেদ খান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, এসইডিপির সহকারী পরিচালক সাদেক আহম্মেদ খান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার প্রমুখ।