টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া গ্রামে গরু চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে থানার সামনে উৎসুক জনতার ভিড় করেছেন। গতকাল বুধবার সকাল ১০টা থেকে থানায় ভিড় করেন জনতা।
জানা যায়, গত মঙ্গলবার রাতে শিমলাপাড়া গ্রামের মান্নান তালুকদারের একটি গরু চুরি হয়। এ ঘটনায় গতকাল সকালে নলিন গ্রামের লিটন কসাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে মান্নানের চুরি হওয়া গরুসহ তিনটি গরু উদ্ধার করে পুলিশ। এ সময় লিটনের ছেলে রাসেলকে আটক করা হয়। পরবর্তী সময়ে ভুঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের হারেসের ছেলে রফিক এবং একই গ্রামের উজ্জ্বলের ছেলে শিপনকে আটক করে হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। এ খবর খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তদন্ত কেন্দ্রের সামনে ভিড় জমায়।
আপনার মতামত লিখুন :