বাগেরহাটে ইয়াবা ও গাঁজাসহ জিহাদুল ইসলাম তন্ময় নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের ডায়াবেটিক পার্ক এলাকায় অভিযান তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ২টার দিকে বাগেরহাট সদর আর্মি ক্যাম্পের একটি দল শহরের ডায়াবেটিক পার্ক এলাকায় অভিযান চালিয়ে জিহাদুল ইসলাম তন্ময় নামের এক মাদক কারবারিকে আটক করে। পরবর্তী সময়ে তার স্বীকারোক্তিতে তার বাসায় তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :