নেত্রকোনায় ন্যাশনালিস্ট সিটিজেন পার্টির (এনসিপির) পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ লাইন্স স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
ঘোষণাপত্রে বলা হয়, পদযাত্রা উপলক্ষে আগত অতিরিক্ত পুলিশ ফোর্স বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করবে। এ কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয় ২৭ ও ২৮ জুলাই বন্ধ থাকবে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, পুলিশ লাইন্স স্কুলটি আমাদের আওতাভুক্ত নয়। আমরা কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তদারকি করি। এই স্কুলটি পুলিশের নিজস্ব নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান।
আপনার মতামত লিখুন :