নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে সংঘবদ্ধ একদল ডাকাত বাসার জানালা ও ছাদের টিন কেটে ভিতরে প্রবেশ করে প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নেয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মামরকপুর গ্রামের মৃত সোনা মিয়ার চার ছেলে, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম ও ফারুকুল ইসলাম, সৌদি আরব প্রবাসী। তারা দীর্ঘদিন যাবত বিদেশে অবস্থান করায় বাড়িতে ছিলেন তাদের স্ত্রী ও সন্তানরা। এই সুযোগে গভীর রাতে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাসার জানালার গ্রিল ও ছাদ কেটে প্রবেশ করে।
ডাকাতদল সদস্যরা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এক পর্যায়ে তারা আলমারি, বিছানা ও লকার ভেঙে ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ লাখ টাকা, একটি আইফোন, একটি স্যামসাং ট্যাবসহ প্রায় দুই কোটি টাকার মূল্যমানের মালামাল লুট করে নেয়।
প্রবাসী কামরুলের স্ত্রী উম্মেহানী ও জহিরুলের স্ত্রী উর্মী আক্তার জানান, “ঘটনার সময় আমরা ভয়াবহ আতঙ্কে ছিলাম। ডাকাতরা আমাদের ছেলেমেয়েদের গলায় ছুরি ধরে হুমকি দেয়। শাশুড়িদের মারধর করে। তারা পুরো ঘর তছনছ করে সব কিছু নিয়ে গেছে। এখন আমরা নিঃস্ব। সন্তানদের মুখে খাবার জোটাতে পারছি না।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :