মৌলভীবাজারের বড়লেখায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিবিরের উপজেলা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে এবং উত্তর শাখার সভাপতি কাউছার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মুহাম্মাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এহতেশাম আবিদ খান ও ফারিহা আক্তার। অনুষ্ঠানে জলপ্রপাত শিল্পীগোষ্ঠী বড়লেখা সংগীত পরিবেশন করে।