চট্টগ্রামের লোহাগাড়ায় সাপের কামড়ে মোহাম্মদ তাওসিফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাওসিফ উপজেলার পুটিবিলা দক্ষিণ সড়াইয়া রামবিলা এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুটিবিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল বলেন, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির উঠানে ছেলেটিকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাদিকুল আলম বলেন, সাপের কামড়ে আহত এক কিশোরকে হাসপাতালে আনা হয়। কিন্তু অবস্থা খারাপ থাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :