ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নলছিটিতে বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে। গতকাল বুধবার সকাল ১০টায় শহিদ সেলিম চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহিদ সেলিম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইদুল কবির রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল হক নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সরদার এনামুল হক এলিন, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আজাদুর রহমান খান প্রমুখ।