বাংলাদেশ প্রিমিয়ার লিগে অন্যতম শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফায় নালিশ করেছেন সাবেক কোচ ভ্যালেরিও তিতা।
গত মৌসুমে বসুন্ধরা কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন এই রোমানিয়ান। তিনি ফিফায় অভিযোগ করেছেন যে, বেতন ও বোনাস বকেয়ার পাশাপাশি ফ্লাইট টিকিট পর্যন্ত তাকে দেয়নি বসুন্ধরা কিংস। চলতি বছরের শুরুর দিকে তিতার সঙ্গে সম্পর্ক ছেদ করেছে পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। গত বছর তিতার অধীনে ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ জয় করেছে কিংস। অবশ্য প্রিমিয়ার লিগে তৃতীয় অবস্থানে থেকে মৌসুম শেষ করে তারা।
গত বছরের জুলাইয়ে সাবেক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিতা। তবে তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি ক্লাব কর্তৃপক্ষ। এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে তিতার জায়গায় ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস। তবে বেকার বসে থাকেননি তিতা। গত জুনে ওমানি ক্লাব আল-সজিবের দায়িত্ব নিয়েছেন তিনি। ফিফায় অভিযোগের ব্যাপারে তিতা বলেছেন, তিন মাসের বেতন ও বোনাস পাননি তিনি।
এমনকি ফ্লাইটের টিকিটও নিজের টাকায় কাটতে হয়েছে তাকে। কিংসের সাবেক ট্রেনার খলিল চার্কওয়ান ফিফার কাছে প্রায় একই ধরনের অভিযোগ করেছেন। তিতা আরও জানান, যখন বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন, সেখানে নানামুখী সমস্যায় পড়তে হয়েছে। ক্লাবে ভালো মানের খেলোয়াড় নেই, টাকা নেই, বোনাস নেইÑ এসব কিছুর মধ্যে দুটি ট্রফি জিতেছে কিংস। নতুন খেলোয়াড় কিংবা স্টাফও নিয়োগ দিচ্ছে না ক্লাবটি। এ ব্যাপারগুলো তিতার কাছে অদ্ভুত মনে হচ্ছে। বসুন্ধরা কিংসের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। আগামী ১২ আগস্ট দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচ খেলবে তারা। প্রতিপক্ষ সিরিয়ান ক্লাব আল-করামাহ এসসি। এ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে কিংস।