আসন্ন এশিয়া কাপে পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরছেন বাবর আজম। কেননা, হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। ওয়ানডে সিরিজে অংশ নিতে ত্রিনিদাদে পৌঁছালেও চোট নিয়ে দেশে ফিরতে হয়েছে তাকে। এশিয়া কাপ থেকেও ছিটকে যেতে পারেন এই বাঁহাতি ব্যাটার। এমন পরিস্থিতিতে এশিয়া কাপে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ পেয়ে যাচ্ছেন বাবর আজমÑ এমন দাবি করছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। পাকিস্তানের হয়ে ১২৮ টি-টোয়েন্টি ম্যাচে ৩৯.৮৩ গড়ে ৪ হাজার ২২৩ রান করা বাবর গত কিছুদিন ধরেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে অনুপস্থিত। তার স্ট্রাইক রেট ছিল ১২৯.২২, যা দীর্ঘদিন ধরেই সমালোচিত হয়ে আসছিল। তবে গত ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার পর বাবর আর পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাননি। নিউজিল্যান্ড সফর, বাংলাদেশ সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি বাদ পড়েন। এমনকি কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে বাবরকে উইকেটকিপিং করতে হতে পারে। যদিও এ তথ্য অস্বীকার করেছেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন। তবে, ফখর জামানের চোটের পর বাবরের ফেরার সম্ভাবনা আবারও তৈরি হয়েছে। ফখর জামান বর্তমানে হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়ে দেশে ফিরে লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। পিসিবি চোটের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং ফখরের অবস্থা অনুযায়ী বিকল্প পরিকল্পনা নিয়েছে। জিও সুপার জানিয়েছে, যদি ফখর ফিট না হতে পারেন, তাহলে বাবরকে ফেরানো হবে পাকিস্তান দলের অন্যতম বিকল্প হিসেবে। অর্থাৎ, এশিয়া কাপ থেকেই আবারও টি-টোয়েন্টি দলে ফিরে আসতে পারেন বাবর। যদি তার পারফরম্যান্স নির্বাচকদের মুগ্ধ করতে পারে, তাহলে জাতীয় দলে ফেরার সুযোগ হতে পারে তার জন্য। পাকিস্তান এশিয়া কাপের স্কোয়াড আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করতে পারে। এশিয়া কাপ ২০২৫ শুরু হবে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে। আট দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ ‘এ’তে রয়েছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান এবং গ্রুপ ‘বি’তে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। পাকিস্তান তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে এবং ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণে মুখোমুখি হবে তারা। ১৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।