ফরিদপুরের সালথায় ট্রলিচাপায় হুসাইন কারিকর (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা পৌনে ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী টু বাউশখালী রোডের যদুনন্দী মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি যদুনন্দী গ্রামের মৌলভীপাড়া এলাকার নাজমুল কারিকরের ছেলে।
এলাকাবাসী জানান, শিশুটি বাড়ির ভেতর থেকে দৌড় দিয়ে রাস্তার গেলে চলন্ত ট্রলির নিচে পড়ে যায়। তৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ট্রলিচাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।