ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ঝিনুকমালা আবাসন প্রকল্পের মসজিদ সংলগ্ন কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী।
গত মঙ্গলবার রাতে এসব ককটেল উদ্ধার করা হয়। বর্তমানে ককটেলগুলো ঝিনাইদহ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয়রা জানান, কলাবাগানে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। তারা দ্রুত যৌথবাহিনীকে খবর দিলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগ থেকে ১১টি ককটেল উদ্ধার করেন। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘোষ বলেন, ‘উদ্ধারকৃত ককটেলের মধ্যে ৫টি লাল কসটেপ এবং ৬টি কালো কসটেপ দিয়ে মোড়ানো ছিল।’ সদর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানান, ‘ককটেলগুলো কীভাবে আবাসন এলাকায় এলো, তা তদন্তের পর বলা যাবে।’