যশোরে ইজিবাইকের ধাক্কায় আজিজুল ইসলাম জুলু (৬০) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুরে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুলু রঘুরামপুর গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে। নিহতের স্বজনরা জানান, দুপুর ১টার দিকে জুলু বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সুজলপুর জামতলায় পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
এ সময় রাস্তার পাশে ছিটকে পড়েন জুলু। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জুলু মারা যান। মাথায় প্রচ- আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।