ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৩ সুনামগঞ্জ প্রতিনিধি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০২:১৮ এএম

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত দুজন আহতের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। তারা হলো- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ডিপ্লোমা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশী ও সফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। অটোরিকশাটি বাহাদুরপুর এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। এ সময় থেঁতলে যায় ভেতরে থাকা যাত্রীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে শান্তিগঞ্জ উপজেলায় বাস রেখে চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ধে নিহতদের উদ্ধার ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।