নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গত সোমবার রাত ৩টার দিকে ছেঁছরাখালী বাজারসংলগ্ন ধলাই নদীতে বালুবাহী নৌযানটি ডুবে যায়। এতে তিনজন শ্রমিকের মধ্যে একজন সাঁতরে তীরে উঠলেও বাকি দুজন নিখোঁজ ছিলেন। গত মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ ও ধোবাউড়া ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল অভিযান শুরু করে। পুলিশও তাদের সঙ্গে সহযোগিতা করে। ড্রেজার দিয়ে বাল্কহেডের ভেতরের বালু সরানোর পর তাদের মরদেহ পাওয়া যায়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :