বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৮:২৭ পিএম

শিক্ষার্থীদের জন্য গুগল এআই প্রো’র ফ্রি সাবস্ক্রিপশন চালু

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৮:২৭ পিএম

জেমিনি প্রো ২.৫। ছবি- সংগৃহীত

জেমিনি প্রো ২.৫। ছবি- সংগৃহীত

শিক্ষাক্ষেত্রে নিজের আধিপত্য ধরে রাখতে গুগলও এখন অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের পথ অনুসরণ করছে। আরও বেশি শিক্ষার্থীর হাতে নিজেদের এআই টুল তুলে দিতেই তারা নিচ্ছে নতুন উদ্যোগ। এটি করার সবচেয়ে সহজ উপায় এই সরঞ্জামগুলো একেবারে বিনামূল্যে দেওয়া।

অর্থাৎ বিশ্বের কোটি কোটি ব্যবহারকারীর জন্য দারুণ খবর নিয়ে এসেছে বহুজাতিক এই প্রযুক্তি কোম্পানিটি।

গুগল ঘোষণা করেছে, এখন থেকে শিক্ষার্থীরা গুগলের এআই প্রো প্ল্যানের ১২ মাসের সাবস্ক্রিপশন বিনামূল্যে পেতে পারেন, যার বার্ষিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। ফলে ১৮ বছর বা তার বেশি বয়সি শিক্ষার্থীরা গুগলের এআই প্রো প্ল্যানে বিনামূল্যে সাইন আপ করতে পারছেন।

বুধবার (৬ আগস্ট) থেকেই শুরু হয়েছে ফ্রি সাবস্ক্রিপশন প্রক্রিয়া। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এই প্ল্যানে গুগলের জনপ্রিয় এআই টুলগুলোর একটি সম্পূর্ণ প্যাকেজ পাওয়া যাবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, জাপান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ব্রাজিলের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন। আগামী সপ্তাহগুলোতে আরও দেশকে এই সুবিধার আওতায় আনা হবে।

এই প্রোগ্রামে অংশ নিতে হলে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানার মাধ্যমে ছাত্র হিসেবে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে এবং একটি বৈধ পেমেন্ট মেথড (যেমন ডেবিট বা ক্রেডিট কার্ড) যুক্ত করতে হবে।

আপনার ১২ মাসের ফ্রি সদস্যপদ অফারটি রিডিম করার দিন থেকেই শুরু হবে। নির্ধারিত সময় শেষের আগেই যদি বাতিল না করেন, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যমান হারে নবায়ন করা হবে।

কী থাকছে গুগল এআই প্রো প্ল্যানে?

গুগল এআই প্রো প্ল্যানে রয়েছে একাধিক প্রিমিয়াম সুবিধা ও টুলসের অ্যাক্সেস। এর অন্তর্ভুক্ত রয়েছে জেমিনি ২.৫ প্রো ও জেমিনি ১.৫ প্রো মডেলের ওপর ডিপ রিসার্চ অ্যাক্সেস এবং নতুন ‘ভিইও ৩’ ভিডিও জেনারেশন মডেলের মাধ্যমে ভিডিও তৈরি করার সুবিধা।

এ ছাড়া হুইস্ক প্ল্যাটফর্মে ‘ভিইও ২’-এর মাধ্যমে ইমেজ-টু-ভিডিও জেনারেশনের সীমাও বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, ভারটেক্স এআই-তে ভিইও ৩ ফাস্ট-এর একটি সীমিত অ্যাক্সেসও প্রদান করা হবে।

গুগল জানিয়েছে, শিক্ষার্থীরা প্রতি মাসে এক হাজার এআই ক্রেডিট ব্যবহার করতে পারবেন, যা দিয়ে তারা ফ্লো ও হুইস্ক প্ল্যাটফর্মে টেক্সট, ইমেজ ও ভিডিও জেনারেশন করতে পারবেন। এ ছাড়াও, নোটবুকএলএম-এ পাঁচ গুণ বেশি লিমিট পাওয়া যাবে, যার সাহায্যে অডিও ওভারভিউ, কাস্টম নোটবুক ও অন্যান্য কাজ করা যাবে আরও কার্যকরভাবে।

একই সঙ্গে, শিক্ষার্থীরা গুগল ডকস, শিটস, স্লাইডসের মতো অ্যাপে জেমিনি এআই-এর এক্সেস পাবেন, যা তাদের লেখালেখি, ডেটা অ্যানালাইসিস ও প্রেজেন্টেশনের কাজ অনেক সহজ করে তুলবে।

শুধু এআই টুলসই নয়, এই সাবস্ক্রিপশন প্ল্যানে গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ফটোজ-এ ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ-এর সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে, শিক্ষার্থীরা নিজেদের কাজ ও ডেটা নির্বিঘ্নে সংরক্ষণ ও শেয়ার করতে পারবেন।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা ধাপে ধাপে অন্যান্য দেশেও সম্প্রসারিত হবে। এমনকি, গত মাসেই ভারতেও এই ধরনের সুবিধা শিক্ষার্থীদের জন্য আনার ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে এই সুবিধা চালুর ব্যাপারে কোনো আশার বাণী দেয়নি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল।

Shera Lather
Link copied!