ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

দুর্র্ধষ ডাকাতি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৮:৪১ এএম

দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারের পূর্ব পাশে গতকাল শনিবার গভীর রাতে বিএনপি নেতা সাইরুল ইসলামের বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় ডাকাতরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রবেশ করে পরিবারের সকল সদস্যের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। দুর্ঘটনার সময় ১৩-১৪ বছরের এক ছেলে টিনের চালার ওপর দিয়ে ঢুকে সামনের দরজা খুলে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ডাকাতকে ঘরে প্রবেশে সাহায্য করে। ডাকাতির সময় তারা দেশীয় অস্ত্রের মুখে সাইরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে।

ভুক্তভোগী সাইরুল ইসলাম জানান, রাত প্রায় ২টার সময় কয়েকজন এসে তাঁকে জাগিয়ে বলল তারা ডাকাত। এরপর ধারালো দা ও লাঠিসোটা দেখিয়ে হাত-পা বেঁধে তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের ভয় দেখিয়ে ঘর তছনছ করে। ডাকাতরা তার আলমারির চাবি চাইলেও প্রথমে না দেয়ায় মারধর করা হয়। পরে স্ত্রী ভয় পাচ্ছিলেন বলে চাবি দেন। ডাকাতরা আলমারি থেকে ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার এবং প্রায় ৯ লাখ টাকা নগদ লুট করে নিয়ে যায়।

দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।