বায়ুদূষণে বিশ্বে ঢাকা আজও বিশুদ্ধ বাতাসের তালিকায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের রোববার (১০ আগস্ট) সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ৫০, যা বিশুদ্ধ বাতাসের নির্দেশক।
আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৭৬তম। শনিবারও একই সূচকে ৮৪তম স্থানে ছিল শহরটি।
আইকিউএয়ারের তথ্যমতে, আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (একিউআই ১৯৬)। শীর্ষ পাঁচে রয়েছে—সৌদি আরবের রিয়াদ (১৬০), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৯), উগান্ডার কাম্পালা (১৩২) ও বাহরাইনের মানামা (১২১)।
বিশ্ব মানদণ্ডে একিউআই ৫০-এর নিচে থাকলে বাতাসকে বিশুদ্ধ, ৫১–১০০ হলে সহনীয়, ১০১–১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ২০১–৩০০ সূচক হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পরিবেশগত বায়ুদূষণের প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট দূষণ প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ।
দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মাস্ক পরা, অপ্রয়োজনীয় বাইরে যাওয়া সীমিত রাখা এবং ইটভাটা, শিল্পকারখানা ও নির্মাণস্থলে দূষণ কমাতে বিশেষ নির্দেশনা দিয়েছে।