ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

পুলিশের অভিযান

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৭:১৮ এএম

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সৎপুর গ্রামের মো. আব্দুল কাহির, দোহালিয়া গ্রামের আজিজুর রহমান, কাঠালতলী গ্রামের আতাউর রহমান, ছোটলেখা দক্ষিণভাগের ইকবাল হোসেন, পূর্ব দোহালিয়া গ্রামের আজিত আহমদ ও তার স্ত্রী আয়রুন নেছা, একই এলাকার সুমন মিয়া, বিওছি কেছরীগুল (মধ্য ডিমাই) গ্রামের জুয়েল আহমদ ও জুবের আহমদ।

গ্রেপ্তারদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা অর্থদ-প্রাপ্ত, মো. আব্দুল কাহির পাঁচ মাসের কারাদ- ও দেড় লাখ টাকা অর্থদ-প্রাপ্ত এবং আতাউর রহমান তিন মাসের বিনাশ্রম কারাদ- ও দুই হাজার টাকা অর্থদ-প্রাপ্ত আসামি।