মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩২) নামের এক যুবক। গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার রবিরবাজার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত আশিক উপজেলার পৃথিপপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
এদিকে, আত্মহত্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন আশিক। ওই ভিডিওতে আশিক জানান, স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এ ঘটনা রেলওয়ে থানার আওতাধীন এলাকায় হওয়াতে প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবে।’
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।