রাঙামাটিতে ৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের দোয়েল চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম, মো. হাসান। তিনি জেলার বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারসংলগ্ন মুসলিমপাড়ার মো. নাছির উদ্দীনের ছেলে। কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে হাসানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল দুপুরের আদালতে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন