শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি, ’২৪-এর গণঅভ্যুথানে শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষকেও হত্যা করা হয়েছে। শিশুরাও রক্ষা পায়নি বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। গত শনিবার বিকেলে লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শোভাযাত্রা শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী বলেন, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের হিন্দু মুসলিম, খ্রিষ্টান বৌদ্ধ চাকমা মারমা ত্রিপুরা সবাই বাংলাদেশি, আর পশ্চিমবঙ্গে যারা আমাদের মতো বাংলায় কথা বলে তারা বাঙালি।
তিনি আরও বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে রেখেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
এর আগে শহরের শ্যামসুন্দর জিউ আখড়ার সামনে থেকে জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাড. শৈবাল কান্তি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি আজিজুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. মিলন ম-ল, ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রহ্মাচারী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক জুটন কুরী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ভানু নাগ ও মহিলাবিষয়ক সম্পাদিকা প্রীতি প্রমা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন