ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল দুপুর দেড়টার দিকে দক্ষিণ আইচা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেজাউল করিম দক্ষিণ আইচা কচ্চপিয়া এলাকায় জোহরের নামাজ আদায় করতে বাজারের মসজিদের যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আবুল হোসেন নামের এক সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও পিঠে আঘাত করেন। এ সময় আবু তাহের তাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় নেতাকর্মীরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন।
ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন