ময়মনসিংহের নান্দাইলে হরিপুর হাজী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে ইভটিজিং এবং এর প্রতিবাদ করায় তার ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সামনে হরিপুর-বাকচান্দা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা জানান, স্কুলে যাতায়াতের পথে ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্তের শিকার হতে হয়। এর প্রতিকার ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি স্থানীয় বখাটে বিজয় (১৬) কর্তৃক একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ইভ টিজিং করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং এর সুষ্ঠু বিচারের জোর দাবি করা হয়। যদি দ্রুত এ ঘটনার বিচার না হয় এবং ইভটিজিং বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন