কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান উবায়দুর রহমান সেলিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, উবায়দুর রহমান সেলিমের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক এমপি রেজওয়ান আহমেদ তৌফিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, নাশকতার পরিকল্পনায় নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী বৈঠক করায় অভিযান চালানো হয়। এ সময় উবায়দুর রহমান সেলিমকে গ্রেপ্তার করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন