ময়মনসিংহ নগরীতে অস্থায়ী নিউ হকার্স মার্কেট এবং রাস্তার দুপাশে ফুটপাতে অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন টাস্কফোর্স। অভিযানে অস্থায়ী হকার্স মার্কেট গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ৫ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাজমহলের মোড় থেকে নতুন বাজার এলাকায় রাস্তার দুপাশে ফুটপাতে অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে চলাচলে ফিরেছে স্বস্তি।
পূর্বঘোষণা অনুযায়ী ময়মনসিংহ নগরীতে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফেরাতে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু।
স্টেশন রোডে অভিযান শুরুর আগে নিউ হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নিতে ১৫ মিনিট সময় দেওয়া হয়। তড়িঘড়ি করে ব্যবসায়ীরা দোকান থেকে মালামাল সরান। পরে অস্থায়ীভাবে নির্মিত স্থাপনাটি এস্কাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন