মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পূর্বাচল প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:০৯ এএম

পূর্বাচলে অবৈধ বালুর গদি উচ্ছেদ

পূর্বাচল প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:০৯ এএম

পূর্বাচলে অবৈধ বালুর  গদি উচ্ছেদ

রূপালী বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে রূপগঞ্জের পূর্বাচলে অবৈধ বালুর গদির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত পূর্বাচল নতুন শহরের ৪ নম্বর সেক্টরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪ নম্বর সেক্টরে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে তোলা বালুর গদির অফিস ভেঙে ফেলা হয়।

পাশাপাশি ৯টি গদিতে থাকা বালু নিলামের মাধ্যমে বিক্রি করে দেড় লাখ টাকা আয় করা হয়। এ সময় একই সেক্টরে অবৈধভাবে বসানো শিমুলিয়া গরুর হাটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন, রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, রাজউকের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে একটি প্রভাবশালী মহল পূর্বাচলের ৪, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে রাজউকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ বালুর গদি গড়ে তুলেছে। এর কারণে সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে দুর্ঘটনা ঘটছে। পানি নিষ্কাশনের ড্রেন ভরাট হয়ে স্কুলে পানি ঢুকে পড়ছে, শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘœ ঘটছে। রাজউকের পক্ষ থেকেও এসব গদি উচ্ছেদের জন্য লিখিত চিঠি দেওয়া হয়েছিল। আজকের অভিযানে ৯টি গদির বালু নিলামে বিক্রি করা হয়েছে এবং ১৫ সপ্তাহের মধ্যে পুরো বালু সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট রূপালি বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত সংবাদে পূর্বাচল নতুন শহরের ৪, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী চক্রের অবৈধ বালুর ব্যবসার চিত্র প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি প্রশাসনের নজরে এলে আজকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!