রাজশাহীর তানোরে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা ১টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আহাদ আলী (৩০)। সে বিলশহর গ্রামের সাম মোহাম্মদ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত যুবক দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এরই জেরে আহাদ আলী গলায় ফাঁস নিয়ে নিজ ঘরের শয়নকক্ষে আত্মহত্যা করেছেন। নিহত যুবক আহাদ আলীর সংসারে স্ত্রী ও ৭ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। এ বিষয়ে তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘স্থানীয়দের দেওয়া খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন