‘গাইড নেতৃত্বে বাল্যবিবাহ হবে রোধ’ এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে স্থানীয় ‘ওয়ান ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়।দিনব্যাপী এ ‘ওয়ান ডে ক্যাম্প’ গার্ল গাইডস্’-এর সদস্যদের নিয়ে ক্যাম্প সজ্জা, সূচিশিল্প কর্মসূচি, স্বাস্থ্যসচেতনতাসহ প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পফায়ারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার জেলা সচিব মোছা. মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী প্রমুখ।