রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মদ্যপ অবস্থায় এক বিএনপি ও ইউপি সদস্যের নাচগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১৩ আগস্ট দিবালোকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, টেবিলে মদের বোতল ও গ্লাস রাখা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গাফ্ফারকে গান বাজিয়ে নাচতে দেখা যায়। এ সময় আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মাইনুল ইসলাম, মহিলা লীগ নেত্রী ও ইউপি সদস্য বেবি আরা এবং আরও কয়েকজন সদস্য উল্লাসে অংশ নেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
কিষ্ণপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘জনপ্রতিনিধি হয়ে ইউপি সদস্যরা অনৈতিক কর্মকা-ে যুক্ত হতে পারেন না। জনগণ তাদের কাছে সমস্যার সমাধান আশা করে। অথচ তারা উল্টো নেতিবাচক কাজ করছেন।
তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গাফ্ফার ও মাইনুলের এ ধরনের কর্মকা- বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। তারা হত্যা মামলার আসামি হয়েও দলের সুনাম ক্ষুণœ করছে। তাদের দ্রুত বহিষ্কার করা উচিত।’
অন্যদিকে রাজশাহী স্থানীয় সরকার বিভাগের পরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। ইউএনও বিষয়টি দেখবেন। ইউপি সদস্যরা আচরণবিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এর আগে গত মার্চে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে গানিউল ইসলাম নিহত হন। ওই হত্যা মামলার আসামি হিসেবে ইউপি সদস্য আব্দুল গাফ্ফার ও মাইনুল ইসলাম বর্তমানে জামিনে আছেন।