ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৯:২৪ এএম
পল্লী সঞ্চয় ব্যাংক

গতকাল বৃহস্পতিবার পল্লী সঞ্চয় ব্যাংকের ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে পল্লি সঞ্চয় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক নূরে আলম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।