দেশের বিভিন্ন অঞ্চলের ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। বৃত্তিপ্রাপ্ত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বর্তমানে দেশের বিভিন্ন কলেজ ও মহাবিদ্যালয়ে অধ্যয়নরত। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২০০ জন ছাত্র এবং ২০০ জন ছাত্রী রয়েছে। বৃত্তিপ্রাপ্ত এসব ছাত্রছাত্রীকে দুই বছরে তাদের কোর্স সম্পন্ন করতে সর্বমোট ২ কোটি ২০ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। গত ২৭ আগস্ট ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির চেক প্রদান করা হয়।
৫০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী সশরীরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করে। বৃত্তিপ্রাপ্ত অবশিষ্ট ৩৫০ জন ছাত্রছাত্রীর বৃত্তির অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।