নাটোরের লালপুর উপজেলার তিলকপুর বালুরঘাট এলাকায় ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে আকাশ আলী (১৫) নামের এক কিশোর মারা গেছে। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আকাশ আলী তিলকপুর গ্রামের শাহিন আলমের ছেলে। স্থানীয়রা জানান, আকাশ ও তার বন্ধুরা নদীর তীরে ফুটবল খেলছিল। খেলার সময় বল নদীতে পড়লে তা তুলতে গিয়ে আকাশ পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।