রাজধানীর গুলশান এলাকার পাঁচতারকা হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক জ্যাকসন (৫০)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ স্বাভাবিক বলে মনে করা হচ্ছে।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, জ্যাকসন গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনের একটি কক্ষ ভাড়া নেন। ঢাকায় ব্যবসায়িক কাজে আসা এ মার্কিন নাগরিক কয়েক দিন ধরে কক্ষের বাইরে বের হচ্ছিলেন না এবং কোনো খাবারও অর্ডার করছিলেন না। এ কারণে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি দূতাবাসকে জানায় এবং পুলিশকেও অবহিত করে।
খবর পেয়ে দূতাবাসের মেডিকেল টিম এবং পুলিশের একটি দল হোটেলে পৌঁছে কক্ষের দরজা খুলে দেখে জ্যাকসন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওসি জানান, দূতাবাসের লিখিত আবেদনের পর মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া দূতাবাসের মাধ্যমে সম্পন্ন হবে। জ্যাকসন ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন বলে জানা গেছে।