ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

সড়কে মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:২৬ এএম
চট্টগ্রাম-কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে প্রাইভেটকারের ধাক্কায় নুরুল আজিম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার সকালে উপজেলার খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক আজিম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বউঘাটা এলাকার মৃত হাজি সৈয়দ আহমেদের ছেলে। চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান জানান, চট্টগ্রামগামী মোটরসাইকেলকে কক্সবাজারগামী প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আজিম নামে একজনকে মৃত ঘোষণা করে। গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।