ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:৪৪ এএম
শ্রমিক

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বড় বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। তাদের বাড়ি যথাক্রমে পঞ্চগড়, গাইবান্ধা ও বগুড়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্যে জানা যায়, সকাল থেকে নির্মাণাধীন ভবনের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। দুপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার শেষে ঢাকনা লাগানোর সময় প্রথমে এক শ্রমিক ভেতরে নামেন। সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে আরও দুই শ্রমিক ভেতরে নামলে তারাও অচেতন হয়ে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গেলেও এর আগেই তিনজনের মৃত্যু হয় বলে জানান মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, নিহতদের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে