ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

নেসকোর মতবিনিময়

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:১৩ এএম
মতবিনিময়

পার্বতীপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল বেলা ১১টায় পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

নেসকোর পার্বতীপুর আবাসিক প্রকৌশলী মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্মার্ট মিটার প্রজেক্টের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমান ও সভার সার্বিক দায়িত্বে ছিলেন, উপসহকারী প্রকৌশলী হাসিবুর রহমান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, সরকার উন্নত ও আধুনিক গ্রাহকসেবা দেওয়ার জন্য নেসকো প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু করেছে। এ মিটার স্থাপনে গ্রাহকদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বরং এ মিটার আগের যেকোনো সময়ের চেয়ে আধুনিক ও সময়োপযোগী। এ কারণে আপনারা গ্রাহক পর্যায়ে এর সুবিধাজনক দিকগুলো তুলে ধরবেন।

এ সময় পার্বতীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।