সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিকেরা। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বাঘাবাড়ি নৌবন্দরের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যস্ততম এ মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে ৪ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট; দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
তবে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আনিছ বলেন, বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে না, বরং চাঁদাবাজি করে ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নেতারা।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আন্দোলনরত ট্যাংক-লরির শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন