যশোরের মণিরামপুরে সাপের কামড়ে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বোন হালিমা (৮) গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রহমান পরিবার নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়া বাড়িতে বসবাস করেন। ভোর সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে হালিমা ও আজিম ঘুমিয়ে ছিল। এ সময় বিষধর সাপে তাদের ভাই বোনকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে এন্টিভেনাম না থাকায় চিকিৎসক তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পরিবারের লোকজন তাদের চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়ার পর আজিমের মৃত্যু হয়। পরে হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশু হালিমার অবস্থা গুরুতর। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।