সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের জোতপাড়া এলাকায় যমুনা নদীর তীরে অবস্থিত তীর সংরক্ষণ বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪৫ মিটার বাঁধ ধসে পড়ে।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে যমুনায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় এবং তীব্র স্রোতের কারণে বাঁধের বাম তীরের অংশ ধসে যায়। তবে ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন তারা। এতে তীরবর্তী এলাকাবাসীর মধ্যে ভয় ও আতঙ্ক দেখা দিয়েছে।
ধসের খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন এবং জানান, বিষয়টি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবেন।
এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় ৪০-৪৫ মিটার বাঁধ ধসে গেছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে মেরামতের কাজ শুরু হবে।’