ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

বিদ্যুৎস্পর্শে মৃত্যু

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:৪২ এএম
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অটোচার্জারের বিদ্যুৎ লাইন ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অটোচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত পহির উদ্দীন (৫২) উপজেলার দক্ষিণ বিশ্রামপুর (খাকিয়া পাড়া) গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে। পহির উদ্দীন মৃত্যুকালে ২ ছেলে ও ১ কন্যাসন্তান রয়েছে। পহির উদ্দীন এর চাচাতো ভাই আব্দুস সোবহান জানান, আমি মসজিদে ফজরের আজান দেওয়ার পরে পহির উদ্দীনসহ আমরা একসঙ্গে নামাজ আদায় করি। নামাজ শেষে আমি বাড়ি চলে আসি আর পহির উদ্দীন জিকির করছিল। জিকির শেষে পহির উদ্দীন বাড়ি এসে তার অটোচার্জারের বিদ্যুৎ লাইন ছাড়াতে গেলে সেখানে বিদ্যুৎ লাইনে লেগে যায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।