নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে দুই সার ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার মালঞ্চি ও বিহারকোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় কৃষকের অভিযোগের ভিত্তিতে মালঞ্চি বাজারের গারোদিয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সুভাশীষ গারোদিয়াকে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিহারকোল এলাকার মেসার্স তুলসী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্যাম সুন্দর মোরকে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪০ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন